তজুমদ্দিনে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেয়ে গণধোলাইয়ে দুই জনের মৃত্যু

রাজু মাহমুদ, তজুমদ্দিন প্রতিনিধি: 

তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দুই ব্যক্তি। স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ১২ই ফেব্রুয়ারি (বুধবার) রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় ভূঁইয়া বাড়ি ও শানু মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা চালায় তিনজন চোর। ভূঁইয়া বাড়ির মোহাম্মদ রিয়াজ জানান, তাদের গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করার সময় স্থানীয়রা চোর চোর বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া করে এবং তিনজনের মধ্যে দুজনকে হাতেনাতে আটক করে।

আটক করার পর উত্তেজিত জনতা তাদের উপর গণধোলাই দেয়, যার ফলে ঘটনাস্থলেই মোঃ নয়ন ও মোঃ হোসেন মৃত্যুবরণ করেন। পরে স্থানীয় চৌকিদার বিষয়টি থানায় জানালে তজুমদ্দিন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ভোলা সরকারি হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *