স্টাফ রিপোর্টার:
বংশাল থানার আব্দুল হাদী লেন ইউনিট যুবলীগের সহ সভাপতি নাজির হোসেন এর আপন ভাতিজা উসমান, ভাতিজা আলা উদ্দিন, ভাই ইয়াছিন, ইউনিট বিএনপি নেতা আরমান, ওয়ার্ড বিএনপি নেতা মানিক, চকবাজার থানা ২৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন হোসেন সারোয়ার এর নেতৃত্বে গত ১১ ফেব্রুয়ারি আনুমাকি রাত ১১টা দিকে বংশাল কায়েতটুলী সাতমন্দির পানির পাম্পের গলিতে থেকে জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রুবেল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে মারধর করে নগদ ৩লক্ষ টাকা ও দেড় ভরি ওজনের গলার চেইন নিয়ে যায়। রুবেলের চিৎকারে এগিয়ে আসেন এলাকাবাসী।
আশংকাজনক অবস্থায় রুবেল কে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রম্নবেলের অবস্থা অনেক খারাপ বলে জানা গেছে।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগী বংশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। শাহিন হোসেন সরোয়ার ও তার সহযোগী এবং আরও তিনজনসহ অজ্ঞাত ১০/১২ জন কে অভিযুক্ত করা হয়। বর্তমানে বাদীর পরিবাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।