আলমাস হোসেন :
২৪ এর গনহত্যার বিচার সহ সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবীতে সাভারের আশুলিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-শ্রমিক-জনতা।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভার-আশুলিয়া ছাত্র-শ্রমিক-জনতা ব্যানারে এই কর্মসুচি পালিত হয়। কর্মসুচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণসংহতি আন্দোলনের সদস্য, স্থানীয় শ্রমিক প্রতিনিধি, গন বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন,ভাই, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, সাভার উপজেলার নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন , রোকুনুজ্জামান মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণবিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক নাসিম খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সমন্বয়ক তৌহিদ আহমেদ সালেহীন।
বক্তারা ছাত্র জনতার আন্দোলনে গনহত্যার বিচার চেয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান। মামলা বানিজ্য এবং বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় চাদাবাজীসহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবী জানান। ছাত্র-জনতার আন্দোল নিয়ে কেউ অন্যায় সুবিধা নিতে চাইলে তাদের প্রতিহত করার হুশিয়ারি দেন তারা।
বাইপাইল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আশুলিয়া থানা এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, লিটন মন্ডন,সাগর হোসেন,শাকিলা আক্তার শান্তা,রুহুল আমীন মনির প্রমুখ।