নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন লোহাগাড়া উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

কামরুল ইসলাম:

লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক পচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার শাহেদ আনোয়ার চৌধুরী , লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা আবু সেলিম, লোহাগাড়া উপজেলা যুবদলের বর্তমান আহবায়ক শাব্বির আহম্মদ, পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হাসেম, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুন মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলমাদলের সভাপতি মাওলানা মজিবুর রহমান, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত আহবায়ক এস এস দেলোয়ার, লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী (জাসাস)এর সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গনি, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আট নং ওয়ার্ডের সভাপতি শাহাআলম এবং লোহাগাড়া উপজেলা এবং নয় ইউনিয়ন ও একাশি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বলেন, মহান ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালির স্বাধিকার আন্দোলন গতি পেয়েছিল। ভাষা শহীদদের আত্মত্যাগের ফলে আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেক ভাষাসৈনিক শহীদ হন। তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যার মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রবন্ধ পাঠের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *