দেবিদ্বারে একতা ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

 

“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলায় চল ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক দর্শক সমাগম ও বিপুল উৎসাহ উদ্দীপনায় কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট একতা ক্লাবের উদ্যোগে শুক্রবার (২১ ফেব্রুয়ারী ২০২৫ইং) রাত ৮টায় ভৈষেরকোট মরহুম সিরাজুল ইসলাম খেলার মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সমাজসেবক প্রবাসী শফিকুল ইসলামের সহযোগিতায় খেলা পরিচালনা করেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সারওয়ার হোসেন চৌধুরী। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ভৈষেরকোট মিয়ামি ক্লাব বনাম নবিয়াবাদ পাটোয়ারী একাদশ।

৬০ মিনিটের এই খেলায় ব্যাপক হাড্ডা হাড্ডি লড়াই শেষে কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারের মধ্য দিয়ে নবিয়াবাদ পাটোয়ারী একাদশ ২-০ গোলে ভৈষেরকোট মিয়ামি ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সেচ্ছাসেবক দল সভাপতি জহিরুল ইসলাম, ভৈষেরকোট একতা ক্লাবের সাধারণ সম্পাদক কাউছার খান, সমাজসেবক সাইফুল ইসলাম খান, প্রবাসী শহিদুল্লাহ, একতা ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নসু, একতা ক্লাবের কোষাধ্যক্ষ সাত্তার সরকার, ক্লাবের ক্রীরা সম্পাদক সোহেল খান ও শাহপরান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *