আব্দুর রহিম জয়:
বগুড়া জেলার কাহালু উপজেলায় লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে চার শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার বীরকেদার ইউনিয়নের জোগারপাড়া গ্রামে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে চার শততাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে ছোলাবুট, মুড়ি, খেজুর, খাবার স্যালাইন, ডাল, তেল এবং চাল ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক রিয়াজ শিকদার , ডাক্তার কানিজ ফাতেমা (কর্ণা) ম্যানেজিং ডিরেক্টর রিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন, সেলিম উদ্দিন চেয়ারম্যান বীরকেদার ইউনিয়ন, আনছার আলী ইউপি সদস্য বীরকেদার ইউনিয়ন পরিষদ, খতিব আইয়ুব শেখ জোগারপাড়া জামে মসজিদ, মোঃ রহিম খন্দকার, জিয়াউর রহমান জিয়া সাংগঠনিক সম্পাদক লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন (দৃষ্টি প্রতিবন্ধী)
এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।