আব্দুর রশিদ:
সাতক্ষীরাকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা ও ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার ষড়যন্ত্র এবং ম্যাটস কারিকুলাম ও ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাতক্ষীরা জেলা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সভাপতি ডা মোঃ শাহিনুর আলম, সাধারণ সম্পাদক ডা মোঃ মোজাম্মেল হোসেন, ডা এ কে এম মশিউর রহমান, খাইরুল ইসলাম মুকুল, মাসুদ রেজা, প্রভাকর মজুমদার প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দশম গ্রেডে উন্নতি করুণ, অতি শীঘ্র দশম গ্রেডে শূন্যপদে ডিপ্লোমা চিকিৎসারদের নিয়োগ দান।
কমিউনিটি ক্লিনিক এর সেবার মান বৃদ্ধি করে সাড়ে চার হাজার মেডিকেল ডিপ্লোমাধারি চিকিৎসকদের নিয়োগ দিতে হবে।