আলমাস হোসেন :
সাভারের আশুলিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় মনিদা ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
শনিবার (৮ মার্চ) দুপুরে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বাঁশবাড়ী এলাকায় মনিদা ব্রিকস নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, অবৈধ ইটভাটা ধ্বংস কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সেখানে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম জানান, অভিযান চলাকালে মনিদা ব্রিকস কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ফলে ভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং তাদের যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, সাভারের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। যেইটভাটা গুলো অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোও একইভাবে গুঁড়িয়ে দেওয়া হবে।