সংবাদ কর্মীদের কলম কখনো থামবে না!

মনিরুজ্জামান, গাজীপুর:

একজন সাংবাদিক যখন সত্য তুলে ধরেন, অন্যায়ের মুখোশ উন্মোচন করেন, তখনই তাকে হুমকি দেওয়া হয়, গুম করার ষড়যন্ত্র হয়, সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়। অথচ যখন রাজনৈতিক সভা-সমাবেশ হয়, তখন তারাই সাংবাদিকদের আমন্ত্রণ জানান, সংবাদ প্রচারের অনুরোধ করেন। কিন্তু যখনই চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি, সন্ত্রাসের খবর প্রকাশিত হয়, তখন সাংবাদিকরা শত্রু হয়ে যান!

সত্য কখনো চাপা থাকে না, আর সাংবাদিকদের কলম কখনো অন্যায়ের কাছে পরাজিত হয়নি, হবেও না! সাংবাদিকরা জাতির বিবেক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তারা জনগণের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।

শ্রীপুরে এখন এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সাংবাদিকদের গুম-হত্যার হুমকি প্রকাশ্যে দেওয়া হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই হুমকির ভিডিও কি প্রশাসনের নজরে আসেনি? নাকি প্রশাসন নিরব ভূমিকা পালন করছে? প্রশ্ন থেকে যায়—শ্রীপুর থানা কি সন্ত্রাসীদের ভয়ে নীরব, নাকি কোনো অদৃশ্য শক্তির ইশারায় নিষ্ক্রিয়?

সাংবাদিকদের কলম কখনো থামবে না। সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করেই তারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে। প্রশাসন যদি ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে জনগণই রুখে দাঁড়াবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *