কুমিল্লায় গ্রাম আদালতের মাধ্যমে ৪৬২৯ মামলা নিষ্পত্তি

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

 

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে। এই প্রকল্পের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।

০৯ মার্চ ২০২৫ইং (রবিবার) দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে গ্রাম আদালত প্রকল্পের ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছার। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মোঃ মেহেদী মাহমুদ আকন্দ।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে মামলার পরিসংখ্যান তুলে ধরা হয়। গত এক বছরের কুমিল্লা জেলার ১৯৩টি ইউনিয়ন পরিষদের ৫৩৬৪টি মামলা দায়ে হয়। যেখানে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ৩৯২২টি ও উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে প্রেরণ করা হয় ৬৫৮টি। উক্ত মামলার মধ্যে ৪৬২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং নিষ্পত্তিকৃত মামলার ৪,৪৬,০৫,৭৮৮ টাকা ক্ষতি পুরণ আদায় হয়েছে।

প্রধান অতিথি জনাব মোঃ আমিরুল কায়ছার বলেন, গ্রাম আদালত এর মাধ্যমে সহজে মামলা নিষ্পত্তি করা সম্ভব। দেখানে দেওয়ানী ও ফৌজদারি উভয় মামলা নিষ্পত্তি করা সম্ভব। আমরা যদি একটু প্রচার প্রচারণা বৃদ্ধি করি তাহলে মানুষ গ্রাম আদালতের প্রতি আরো আগ্রহী হবে। গ্রাম আদালত যত বেশি সক্রিয় হবে উচ্চ আদালত এর উপর তত বেশি মামলার চাপ কমবে।

সভাপতির বক্তব্যে জনাব মোঃ মেহেদী মাহমুদ আকন্দ বলেন, এখানে যারা উপস্থিত আছেন আমরা আমাদের স্থান থেকে চেষ্টা করবো প্রচার প্রচারণ বৃদ্ধি করা। এতে করে মানুষের কাছে তথ্য সহজে পৌছে যাবে। তিনি উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারদের গ্রাম আদালত বিষয়ে বিশেষ নজর দিতে বলেন।

এছাড়াও সহকারি কমিশনার জনাব আশফিয়া ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সংবাদিকগণ ও গ্রাম আদালত প্রকল্পের দুই জন ডিস্ট্রিক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *