কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: 
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কালীগঞ্জ এর বাস্তবায়নে উপজেলা চত্বরে দিবসটি পালন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ তিনি বলেন কালীগঞ্জের ফায়ার সার্ভিস এর কর্মীবৃন্দ সর্বদা প্রস্তুত থাকবেন।কারণ কালিগঞ্জে বিভিন্ন কলকারখানা যেকোন সময় দুর্যোগ ও অগ্নিকাণ্ড ঘটলে ব্যবস্থা নিতে পারেন।এখন শুষ্ক মৌসুম আপনারা সব সময় কলকারখানায় প্রচুর পরিমাণ পানি ব্যবস্থা রাখবেন যাতে করে ফায়ার সার্ভিস কাজ করার সময় পর্যন্ত পরিমান পানি ব্যবস্থা থাকে এবং যেকোনো সময় অগ্নিকাণ্ড ঘটলে সেইখানে জনগণ সচেতন থেকে ফায়ার সার্ভিসকে কাজ করার সুযোগ করে দিবেন ।
জনগণ কোনভাবে যাতে ফায়ার সার্ভিসের রাস্তা বন্ধ না করে সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা এখন প্রতিটি বাড়িতে গ্যাসের বোতল দিয়ে রান্না বান্না করে থাকি। রান্নার সময় যাতে বোতল থেকে গ্যাস লিক হয়ে দুর্ঘটনা না ঘটে ,অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটলে সাথে সাথে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করবেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি,  বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *