বগুড়ার নন্দীগ্রামে বিশা গ্রামের পুকুরে মাটি কাটা নিয়ে যুবদল নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজীর অভিযোগ

আব্দুর রহিম জয়:

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিশা গ্রামের পুকুরে মাটি কাটা নিয়ে যুবদল নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজীর অভিযোগে জানা যায়, বিশা গ্রামের লুৎফর রহমান, শামসুর ও শাহীন তার নিজস্ব জমিতে পুকুর ছিল। পুকুর থেকে মাটিকেটে পুকুরের পাড় বাঁধছে। এলাকার রাজু নামের যুবদল নেতা তার বাহিনী। বিশা গ্রামের লুৎফর রহমানের কাছে এসে বলে তুমি পুকুরের মাটি কাটছো আমাদেরকে চাঁদা দিতে হবে।

তা না হলে পুকুর খনন বন্ধ করে দিব। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় পরে বাধ্য হয়ে তাদেরকে ৪ হাজার টাকা দেয় ভুক্তভোগী। এলাকার চাঁদাবাজ প্রতিবাদকারী সিএনজি চালক লিটন বলেন তোদের কে চাঁদা আদায়ের অধিকার দিল কে? এই কথা বলার পর তাকে হাটের ভীতরে সিএনজি চালককে মারধর করে রাজুবাহিনী এদের মদ্দতা ৫নং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল পরের দিন বৃহস্পতিবার যুবদল নেতা রাজু বাহিনী ও এলাকার সাধারণ জনগনের সাথে তর্কবির্ত হয়।

পরে রাজু যুবদল নেতৃবৃন্দকে জানালে আদ র সহ ১০/১৫টি মোটরসাইকেল নিয়ে আসে পরে সাধারন জনতার সাথে তর্কবির্ত শুরু হয়। পরে পুলিশ এসে হাসান নামের এর এক পর্যায়ে একজনকে ধরিয়ে নিয়ে যায় এবং তাকে মারধুর করে পরে দিন এই কাহিনীর মুল অন্যদিকে যায়।

পরে ফারুকুল ইসলাম ফারুক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাকে মিথ্যা অভিযোগ করে আদ র , রুবেল, মজনু, রব্বানীসহ আরও অনেকে প্রিন্ট মিডিয়া তাকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করে এতে ফারুকুল ইসলাম ফারুক বলেন এই চাঁদাবাজীর ঘটনার সাথে আমি ফারুকুল ইসলাম ফারুক জড়িত নাই এবং এসম্বন্ধে কিছু জানিনা। আমাকে নিয়ে যেসব রিপোর্ট প্রকাশিত হয়েছে তাহা মিথ্যা প্রচার করছে আমি তার তীব্র প্রতিবাদ করছি।

বগুড়া জেলা যুবদল সভাপতিকে বিষয়টি জানালে মোঃ জাহাঙ্গীর আলম বললেন যারা চাঁদাবাজীর সঙ্গে জড়িত আছে ও যদি তারা কোন অপরাধ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে সাংগনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *