৩৫নং ওয়ার্ড পুরাতন মোঘলটুলির ত্রাস ভুমিদস্যু, সম্পদ আত্মসাতকারী ও সন্ত্রাসী ইউসুফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসীর

ফজলুল করিম সেলিম:

 

প্রধান আসামী মোঃ ইউসুফ, ৫৪নং পুরাতন মোঘলটুলি, এই বাড়ীটি একটি পৈত্রিক সম্পত্তি, যাহা অমিমাংসিত। এই বাড়ীর অংশিদার হলো ১। মোঃ আমানুল্লাহ, ২। মোঃ ইউসুফ (প্রধান আসামী), ৩। নাসিরুল্লাহ, ৪। রাশিদা বেগম, ৫। ফালু বিবি। গত ২৬/০২/২০২৫ ইংরেজী আনুমানিক রাত ১১:০০ ঘটিকায় প্রধান আসামী মোঃ ইউসুফ বাড়ীর সামনে এসে উসকানীমূলক কথাবার্তা শুরু করে এবং অশ্লিল ভাষায় গালি গালাজ করে। ২) বাদী সুমন ভাইয়ের আম্মু ৩) বাড়ীর পার্শে নির্মানাধীন রডের সাথে পা পেঁচিয়ে যায়। এমন অবস্থায় প্রধান আসামী মোঃ সুমনকে  উত্তেজিত হয়ে গালি-গালাজ শুরু করে, সুমন ভাইয়ের ভাগিনা ইশাদ (১৭) এর প্রতিবাদ করতে প্রধান আসামী মোঃ ইউসুফ তাকে রড দিয়ে আঘাত করে, ইশাদ এতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। ইশাদকে বাচাতে প্রতিবেশী রবিন এগিয়ে আসলে তাকে ফাতেমা ও সালমার সহযোগীতায় প্রধান আসামী ইউসুফ রবিনকেও রড দিয়ে মাথায় আঘাত করে ৪) ইশাদ ও রবিনকে বাদীর ছোট ভাই ইমন সহ এলাকাবাসী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে রাত ১:৩০ ঘটিকার দিকে আসামী ইউসুফ আলী ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে আবার এলাকার নিরিহ সাধারণ মানুষের উপর হামলা চালায়। এতে এলাকার অনেক সাধারণ মানুষ  জখম  ও আহত হয়। সস্ত্রাসী ইউসুফ ইমুকে রড দিয়ে নাকের মধ্যে আঘাত করে এবং বেধরক পিটায়। সন্ত্রাসীরা ইমুর চাচাতো ভাই মাছুমের উপরও আক্রমন চালায় এতে মারাত্মক জখম হয়।

এছাড়াও এলাকাবাসী আহতদের মধ্যে রয়েছে বড় রবিন, তাওহিদ, শিরিন, মাহমিদ সহ আরও অনেকে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে এলাকাবাসীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীর তালিকাগুলো নি¤েড়ব দেওয়া হলো। মোঃ ইউসুফ আলী প্রধান আসামী/(৬৫), মোঃ রাকিব (২০), মোঃ ওয়াহিদ (৪৬), মোঃ শাহিন (২৮), মোঃ রমজান (৫৫), মোঃ নোমান (৪৫), ফাতেমা (৫৫), সালমা (৪২), আরো বহিরাগত অজ্ঞাতনামা ১০/১২ জন, পরবর্তীতে আহাসানুল্লাহ সুমন বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা নং-০১ তারিখ ০১/০৩/২০২৫ ইং ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭ রুজু করা হয়। প্রধান আসামী এর আগেও অনেক গুলি বাড়ী জোর জবরদস্তী জাল-জালিয়াতি করে দখল করেন। এলাকাবাসীর জোরালো দাবী এই ভুমিদস্যু সন্ত্রাসী অসামাজিক কর্মকাজে লিপ্ত, প্রধান আসামী মোঃ ইউসুফ আলী ও তার সাংঙ্গপাঙ্গদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানিয়েছে প্রশাসনের কাছে। প্রধান আসামী মোঃ ইউসুফকে এলাকায় অবাঞ্চিত ঘোষনা করে এলাকার লোকজন। ১, হাজী ওসমানগণি রোডে অবস্থিত ১২০ এবং ১২০/২ দুটি বাড়ির সম্পত্তি আত্মসাৎ করে জাল-জালিয়াতির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *