ডাক্তার জামালের নির্দেশ ক্রমে আদালতের নিষেধাজ্ঞা ভেঙে পুকুর লুট

কামরুল ইসলাম:

 

ডাক্তার জামালের দিক নির্দেশনা মোতাবেক পুকুর লুট। লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দয়ার পাড়ায়, সাউন্ড হেলত হাসফাতালের নাক, হান, গলার ডাক্তার জামালের দিক নির্দেশনা মোতাবেক রুবেল প্রকাশ (কালা রুবেল) পিতা-কমাল ড্রাইভার, আবুল কালাম পিতা -আন্ডা মিয়া, কামাল, পিতা -আবদুল হাফেজ,নাজিম সাং লোহাগাড়া, পোস্ট – লোহাগাড়া -উপজেলা লোহাগাড়া।

এই বিষয়ে এলাকাবাসী বলেন এইখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলে খুনি হাসিনা সরকারের দালাল ছিল তারা খুনি হাসিনা সরকারের সময়েও অসহায় মানুষের জাইগা অবৈধ দখল করে আসছেন, ডাক্তার জামাল এর সাতে উপরের মহলের সাথে যোগসূত্র ছিল বলে জামাল দাপট দেখিয়ে রাত কে দিন দিন কে রাত করে আসছে ।

উক্ত বিষয়ে দুই ভুক্তভোগী যথাক্রমে ফরহাদ হোসেন পিতা শামসুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম পিতা আবুল হাসেম বলেন র্দীঘদিন যাবৎ সাউন্ড হেলথ হাসপাতালের নাক, হাঁন, গলা রোগের চিকিৎসক জামাল একজন সুশিক্ষিত মানুষ হয়েও অসহায় মানুষের জাইগা অবৈধ দখল করতে গিয়ে বিভিন্ন মামলা দিয়ে এবং কালা রুবেল কতৃক সন্ত্রাসী নিয়ে ১০/১১ বছর যাবৎ নুরুল ইসলাম পিতা আবুল হাসেম, ফরহাদ পিতা শামসুল ইসলামের পৈতৃক ভিটা, নাল জমি, পুকুর জোর পূর্বক দখল করার পাঁইতারা করছে।

এই বিষয়ে ২০১৫ থেকে আদালত চলে আসছে । বাটোয়ারা মামলা নং ১৪৬/১৫ এই মামলা সহ আরো একাদিক মামলা রয়েছে বর্তমানে ও এই মামলার কার্যক্রম চলছে মিস মামলা ৭/২৪ উক্ত মামলা দুই টি বর্তমানে অতিরিক্ত জেলা জজ নবম আদালত বিচারাধীন রহিয়াছে বিজ্ঞ আদালত কতৃক এখনো এই মামলা চলছে মামলা চলা কালিন অবস্থায় কি ভাবে পুকুর লুট করে জামাল এত সাহস পাচ্ছে কোথায়।

এই বিষয়ে স্থানীয় জনসাধারণের বক্তব্য আরও বলেন জামাল একজন ডাক্তার হয়ে আদালত কে বৃদ্ধ আঙুল দেখিয়ে আদালতের নিষেধ অমান্য করে কিছু সন্ত্রাসী দিয়ে পবিত্র রমজানের পবিত্রা নষ্ট করে।

আমরা ডাক্তার জামাল ও উল্লেখিত আসামি সকলের বিচার কামনা করছি। আর এই বিষয়ে জামাল ডাক্তারের সাথে দেখা করতে উনার চেম্বারে গিয়ে উনি রুগী নিয়ে ব্যস্ত আছে বলে প্রতিনিধির সাথে দেখা করেনি, তার ফোন নাম্বারে কল করলেও এই বিষয়ে কোন কথা বলেনি। এই বিষয়ে লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেন নুরুল ইসলাম এই বিষয়ে তদন্ত করছেন লোহাগাড়া থানার এস আই মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *