পাইকগাছায় “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

খুলনার পাইকগাছা উপজেলা মডেল মসজিদের রিসোর্স সেন্টারে “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক গতকাল  অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ বেলাল হুসাইন।

ইসলামিক ফাউন্ডেশন এমসি শেখ শওকত হোসেনের উপস্থাপনায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে আলোচক ছিলেন, মাওলানা আশরাফুজ্জামান, মুফতি মাওলানা বজলুর রহমান, মুফতি মাওলানা আহম্মদ আলী, মোঃ আব্দুল মালেক, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, মোঃ রুস্তম আলী, মাওলানা মোঃ রাইসুল ইসলাম,  মাওলানা আবুল কালাম, মাওলানা রমজান হোসেন, মোঃ রজত আলী প্রমুখ।

এসময় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামা, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক গণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ আলোচকরা বলেন, ইসলামে যাকাত একটি ফরজ ইবাদত। দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনাস্বীকার্য।

সমাজের বিত্তবানরা সঠিক হিসেবে ও স্বচ্ছভাবে যাকাত দেয়, তাহলে গরিব মানুষের ভাগ্য বদলে যাবে। সমাজে কোনো গরিব মানুষ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *