হামজার খেলার প্রশ্নে কাবরেরা বললেন, ‘চূড়ান্ত হয়নি এখনও’

ক্রীড়া প্রতিবেদক  :

বাংলাদেশ ফুটবলে চলছে হামজা চৌধুরি জ্বর। শেষ দুদিনে ক্রীড়াঙ্গনের হট টপিক প্রিমিয়ার লিগে খেলে আসা এই ফুটবলার। দিন বদলের কারিগর যাকে ভাবা হচ্ছে, সেই হামজা খেলার জন্য প্রস্তুত কিনা—তা পরখ করে দেখতে চান কোচ হাভিয়ের কাবরেরা। ভারতের বিপক্ষে তাই আগেভাগেই তাকে দলে রাখছেন না।

আজ সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের কাছে জানতে চাওয়া হয়, ভারতের বিপক্ষে ২৫ তারিখের ম্যাচে প্রথম একাদশে থাকবেন কি হামজা? উত্তরে কাবরেরা বলেছেন, ‘পাঁচটা ট্রেনিং সেশন বাকি। আমরা এখনও ফাইনাল লাইনআপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো হামজার জন্য।’

মিডফিল্ডার হামজার অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন কাবরেরা। আগামী মঙ্গলবার শিলংয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হতে পারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার।

বাংলাদেশে পা রেখেই হামজা ছুটে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে। সেখানে ২৬ ঘণ্টা কাটানোর পর গতকাল রাতে ঢাকায় আসেন। এসেই প্রথমে কোচ কাবরেরার সঙ্গে সাক্ষাৎ পর্বটা সেরে নেন। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *