বরগুনা প্রতিনিধি:
নারী ক্ষমতায়নের অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করলো বরগুনার বামনা উপজেলা সমাজসেবা কার্যালয়। পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে “পল্লীমাতৃকেন্দ্রের” সদস্যদের মাঝে ১১ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় বামনা উপজেলা পরিষদে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা- এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ২২ জন নারী উদ্যোক্তার হাতে প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহমুল হাসিব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ২ নং বামনা সদর ইউনিয়নের সাহেববাড়ী বাজার পল্লীমাতৃকেন্দ্রের ১৪ জন নারী সদস্যকে ৭ লক্ষ টাকা এবং ৩ নং রামনা ইউনিয়নের ঘোপখালী পল্লীমাতৃকেন্দ্রের ৮ জন সদস্যকে ৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা তাঁর বক্তব্যে বলেন, “দেশের টেকসই উন্নয়নের জন্য নারী জনগোষ্ঠীকে পিছিয়ে রাখলে চলবে না। সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বামনা সমাজসেবা কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে অনেক পরিবারে সচ্ছলতা ফিরে আসবে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে, যা এ উপজেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বামনা উপজেলা সমাজসেবা অফিস মাত্র চারজন জনবল নিয়ে নারী ক্ষমতায়নে যে অগ্রণী ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি সমাজসেবা অফিসার মোঃ মাহমুল হাসিবকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
ঋণগ্রহীতা মর্জিনা আক্তার বলেন, “এই ঋণ পেতে আমাদের এক টাকাও খরচ হয়নি। সমাজসেবা অফিসের উদ্যোগে আমরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছি। মাহমুল স্যার একজন সৎ মানুষ, আমরা তার জন্য দোয়া করি।”
এই ঋণ বিতরণের ফলে নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এটি শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির পথ প্রশস্ত করবে না, বরং সমগ্র বামনা উপজেলায় অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।