স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ঢাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে বুধবার পুরানা পল্টনের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণীর পিকিং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সাম্প্রতিককালে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং অন্যান্য সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরায় নির্মমভাবে ধর্ষিত আছিয়ার পরিবারকে সহায়তার বিষয়টি আলোচিত হয় এবং সহায়তার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অনুষ্ঠানে জাতীয় নৃত্যশিল্পীরা তাদের বক্তব্যে নৃত্যকলার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ঢাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, সংস্থার সাধারণ সম্পাদক একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী মিনু হক, কোষাধ্যক্ষ ফারহানা চৌধুরী বেবী, মুনমুন আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, এস কে মাহফুজুর রহমান, মিনা মোঃ নজরুল ইসলাম, অনিক বোস, কস্তুরী মুখার্জী, সাবিনা হেমন্থা, আজিজ রেজা, আমিরুল ইসলাম মনিসহ দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও নৃত্যব্যক্তিত্বরা। অনুষ্ঠান শেষে একটি ফটোসেশন করা হয়।