প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী :
বোয়ালখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, বোয়ালখালী উপজেলা পরিষদ এর মাসিক সভা ও সভা শেষে উপজেলা প্রশাসন এর আয়োজনে ২০মার্চ ইফতার ও দোয়া মাহফিল উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ক্যাম্প কমান্ডার ও বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ।
এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত খতিব মাওলানা শোয়েইব রেযা।