গাজীপুরের পূবাইলে সমরসিং হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খসরু মৃধা:

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের সমরসিং হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নিজস্ব কার্যালয় সংলগ্ন বাবু দুলাল দাস মহাশয়ের বাড়ির আঙ্গিনায় সেবার সিড়ি বেয়ে ,সাফল্যের অগ্রযাত্রায় গৌরবময় ৮তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২১শে মার্চ ২০২৫) বিকাল ৩ ঘটিকায় সমরসিং হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী এর সভাপতিত্বে এবং বাবু সজল কুমার দাস, সম্পাদক সমরসিং হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু রতন চন্দ্র রায়, ডিরেক্টর কালব্ ‘ঙ’ অঞ্চল গাজীপুর।

আরো উপস্থিত ছিলেন সমরসিং হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সহ-সভাপতি বাবু অজিত কুমার মল্লিক,বাবু প্রাণকৃষ্ণ দাস, কোষাধক্ষ, সম্মানিত সদস্যবৃন্দরা হলেন বাবু শশংকর চন্দ্র দাস, বাবু শ্যামল কুমার দাস, ডাঃ জীবন চন্দ্র দাস, বাবু বিমল চন্দ্র দাস, সবিতা রানী দাস, পর্যবেক্ষণ কমিটির সভাপতি বাবু রতন চন্দ্র দাস, সদস্য বুলু রানী দাস, সদস্য বাবু অরুপ কুমার দাস, ঋণদান পরিষদের সভাপতি বাবু মধুসূদন দাস, সদস্য বাবু সুশান্ত চক্রবর্তী, সদস্য বাবু শ্যামলাল দাস , অফিস ম্যানাজার বাবু বিকাশ চন্দ্র দাস সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ, উক্ত ক্রেডিট ইউনিয়নের সকল সদস্য ও সদস্যাগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *