স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলাধীন গড়াডোবা ইউনিয়নের ওয়াই দক্ষিন পাড়া গ্রামের মৃত ফজলে এলাহীর ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ আরিফুজ্জামান এর বাংলা ঘরে আগুন, থানায় মামলা, একজন আটক গ্রামবাসি খুব্ধ। সূত্রে জানা যায় গত ২১/০৩/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে প্রায় ২:০০ টার দিকে বাংলা ঘরে আগুনের সূত্রপাত হয়, বসতঘরে থাকা লোকজন, আগুনের আলো দেখতে পেয়ে দ্রুত ঘুম থেকে জাগ্রত হয়। চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিবানোর চেষ্টা চালায়। কিন্তু ঘর ও ঘরে থাকা মালামাল রক্ষা করতে পারেনি। এই ঘটনা পুরো এলাকা আলোচনা কানঘুষোর বার উঠে। এদিকে বাড়ির লোকেরা প্রশাসনকে অবগত করিলে প্রশাসনিক কর্মকর্তা গন ঘটনাস্থান পরিদর্শন করেন।
এদিকে সেনা সদস্যের ভাই সোহেল মিয়া বাদি হয়ে গত ২২/০৩/২০২৫ ইং তারিখে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়েল করেন। একই গ্রামের মৃত আলিউসমনের ছেলে মোঃ নজরুল ইসলাম সহ ৩ জনকে আসামি করে। উল্লেখিত অভিযোগটি থানায় প্রাপ্ত হয়। যাহার মামলা নং ২৪/২৫ এদিকে থানার এস আই মামলার আসামি মোঃ কামরুলকে আটক করে নেত্রকোণা কোর্টে প্রেরণ করেন। এদিকে আসামী পক্ষের উকিল কামরুলের জন্য জামিনের আবেদন করলে কোর্টের বিজ্ঞবিচারক আসামির জামিন মঞ্জুর করেন। উল্লেখিত ঘটনার এলাকা ও গ্রামবাসি সেনা সদস্য ও মামলার বাদির বিরুদ্ধে কেন্দুয়ার উপজেলা নির্বাহী অফিসার বরাবর মিথ্যা বানোয়াট পরিকল্পিত মামলা দিয়ে হয়রানী অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়েল করেন।
অন্য দিকে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি এনে খানার সামনে জনগন মানব-বন্দন করেন। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রত্রিকার সাংবাদিকগন তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে, গ্রাম ও এলাকাবাসির কাছে জানতে চাইলে তারা সত্যতা শিকার করে বলেন, সেনা সদস্যের সাথে পূর্বের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরুদ্ধ চলে আসছিল।
এবং পূর্বের বিষয়টি গ্রাম্য ও এলাকার শালিসের মাধ্যমে মিমাংসা হয়। কিন্তু সেনা সদস্য ক্ষমতা অপব্যয় করে, গ্রামের সাধারন জনগণকে হেপ্রতিপন্নতা করার লক্ষে আগুনে পুড়াকে ইস্যু করে, মামলা দিয়ে হয়রানী করছে এবং মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পায়তারা সৃষ্টি করছে। এ ব্যাপারে জেলার উর্দ্ধতন কর্মকর্তা জেলার পুলিশ
সুপার এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার সু-দৃষ্টির কামনা করছে। এলাকার সাধারন জনগন ও সচেতন মহল। এলাকা বাসি যারা তারা হলেনঃ তানবীর আহম্মেদ, আব্দুল করিম, জিলু রহমান, জুয়েল মিয়া, ইসলাম উদ্দিন, মাইলুল, আলমঙ্গীর, উজ্জ্বল মিয়া, নজরুল, মনির, আশরাফুল, হাফিজুর রহমান, জানু মিয়া, তরিকুজ্জামান, আজিমুদ্দিন, ফাহাদ মিয়া, ইয়াসিন সহ আরো অনেকেই….চলবে