মো. আরাফাত হোসেন :
হাফসা গ্রুপ এর উদ্যোগে রাজধানীর উত্তরখান মাজার রোডে হাফসা টি.এফ.আই এমব্রয়ডারি ফ্যাক্টরি প্রাঙ্গণে গত বুধবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাফসা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান হাফসা টি.এফ.আই এমব্রয়ডারি ফ্যাক্টরির শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। ইফতারের পর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি ও পাঞ্জাবি।
প্রধান অতিথি হিসেবে হাফসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. নূরে আলম সরকার ও প্রেমা সরকার উপস্থিত ছিলেন এবং কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ইঞ্জিনিয়ার মো. নূরে আলম সরকার বলেন, “আমরা আমাদের কর্মীদের সাথে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আনন্দিত। রমজানের পবিত্রতা এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফসা গ্রুপের সাবেক নির্বাহী পরিচালক মো. তোফায়েল আহমেদ। তিনি বলেন, “হাফসা গ্রুপ তাদের কর্মীদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে।”
ইফতার মাহফিলে হাফসা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।