প্রভাস চক্রবর্ত্তী:
বোয়ালখালীতে মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গোমদন্ডী বুড়ি পুকুর এলাকায় রেল লাইন সংলগ্ন এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি এ প্রতিবেদনকে জানান মূল্য তালিকা না রেখে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা মোরশেদুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে ন্যায্য মূল্য ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।