বিগত ১৮ বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের সুফল হিসেবে ধান নাজমুল মোস্তফা আমিনের ঘোলায় উঠবে

কামরুল ইসলাম: 

 

লোহাগাড়ার প্রতিটি মানুষের শুখে দুঃখে যাকে পাওয়া যাই তিনি মোদের নাজমুল ভাই, তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক নাজমুল মোস্তফা আমিন। শাহপীর সড়ক দরবেশ হাট থেকে পূর্ব পাশ হইতে চরম্বা নয়াবাজার পযন্ত নিজ অর্থয়ানে রাস্তা মেরামতের কাজ শুভ উদ্বোধন করতে যাচ্ছে।

শুধু তাই নয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনতা বলেন আমরা গর্বের সঙ্গে বলতে পারি, নিঃসন্দেহে( ক্লিন ইমেজ) নিয়ে দীর্ঘ ১৬/১৭ বছর যাবত চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলা বিএনপির নিবেদিত গণমানুষের নেতা হয়ে বিএনপি কে শক্তি শালী করতে এবং প্রতিটি ঘরে ঘরে বিএনপির আর্দশের সৈনিক ঘড়ে তুলতে পদক্ষেপ নিয়েছিলেন কারানির্যাতিত নেতা জননেতা জনাব আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন , ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতারা এবং মানবতার মা বিএনপির চেয়ারপারসন জননেত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কারানির্যাতিত নেতা নাজমুল মোস্তফা আমিনের রাজনৈতিক সকল কার্যক্রম বিচার বিশ্লেষণ করে নাজমুল মোস্তফা আমিনের পরিশ্রমের ফসল ধানের শীষের কান্ডারী হয়ে বীরত্বের সাথে ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন আল্লাহর রহমতে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজে ধারী প্রার্থীদের প্রাধান্য দিবে বিএনপি, অপকর্মে জড়িত বা বিতর্কিত কাউকে নমিনেশন দিবে না বিএনপি পরিষ্কার ভাষায় বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব উনার কথা হিসেবে লোহাগাড়া ও সাতকানিয়া চট্টগ্রাম ১৫ সংসদীয় আসনে নাজমুল মোস্তফা আমিনের বিকল্প নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *