নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউনে থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:

 

মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ ঢাকা রোড় বাইপাস সড়কের পাশে হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউনে থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার করে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও শান্তাহার ফাঁড়ি পুলিশ।

পুলিশ সুত্রে ও মামলার বিবর্তনে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার কাজীর মোর মৃত আব্দুল জব্বার এর ছেলে আদিল ডায়মন্ড এর বাড়ি টিএলবি ভি আই পি টাওয়ার এর ১০ম তলায় শিউলী আক্তার দীর্ঘ চার বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়ি ভাড়ার টাকা শিউলী আক্তার এর ছেলে শিবলী আহমেদ প্রান্ত নিয়মিত ভাড়া প্রদান করেন। গত ২৮.০৭.২৪ তারিখে প্রান্তর বাবা জোবায়ের আলম অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যায় ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় ।

ঢাকায় গিয়ে তিনি বেশী অসুস্থ হলে তাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করতে হয়। চিকিৎসায় অনেক টাকা ব্যায় হয়।

শিবলী আহমেদ প্রান্ত দুই মাস বাড়ি ভাড়া প্রদান করতে না পারায় বাড়ির মালিক আদিল ডায়মন্ড ও ইশতিয়াক আহমেদ রাহি মুঠোফোনে ফোন দিয়ে প্রান্তকে বলেন, ভাড়া দিতে না পরলে তালা ভেঙে বাসার সব মালামাল সড়িয়ে নিয়ে যাবে এবং বাসা অন্যত্র ভাড়া প্রদান করবেন। শিবলী আহমেদ প্রান্ত অল্প সময়ের মধ্যে বাড়ী ভাড়া প্রদান করবেন বলে জানান।

এমতাবস্থায় গত ১১ জানুয়ারী বিকেল ৫টার সময় বাড়ির তালা ভেঙে আদিল ডায়মন্ড ও ইশতিয়াক আহমেদ রাহি সহ আরো অজ্ঞাতনামা যুবক বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাড়িতে থাকা সকল মালামাল লুট করে।
বাড়িতে রাখা সকল মালামাল নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউনে লুকিয়ে রাখে।আদালতের নির্দেশে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও শান্তাহার ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে গিয়ে মালামাল উদ্ধার করে।

তবে ভুক্তভোগী শিউলি আক্তার বলেন,কিছু মালামাল পেয়েছি তবে এলিডি টিভি, ফ্রিজ, আলমারি, ওভেন, সোনার গয়না,ব্যাংক এর চেক বই সহ দামী কোন মালামাল পাইনি।তিনি বলেন তাকে গ্রেফতার করে সব মালামাল উদ্ধার করার ব্যবস্থা যেন প্রশাসন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *