নিজাম উদ্দিন:
সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি দেশীয় তৈরী কাটা একনলা বন্ধুক ও ২ টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক নির্দেশে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলমের নের্তৃত্বে এবং সোনাইমুড়ী পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মনির হোসেন এর সমন্বয়ে এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় এএসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) রিপন চক্রবর্ত্তী, এএসআই(নিঃ) মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সোনাইমুড়ী থানার জিডি মূলে বিশেষ অভিযান পরিচালনাকালে সোনাইমুড়ী থানাধীন ৮নং সোনাপুর ইউপিস্থ সোনাপুর বাজারে অবস্থান কালে থানার অফিসার ইনচার্জ ও ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে জানান যে, সোনাইমুড়ি থানাধীন ৮নং সোনাপুর ইউনিয়নের কোটবাড়ীয়া দিঘীর পাড় এর উত্তর পশ্চিম কোনায় কবরস্থান এর পাশে জঙ্গল ঝোপের ভিতরে বাজারের প্লাস্টিকের ব্যাগ পাটের সুতলী দ্বারা মোড়ানো অবস্থায় দেখিতে পাইয়া অজ্ঞাতনামা কোন এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করিয়া জানাইলে উক্ত অজ্ঞাতনামা ব্যাক্তির পরিচয় গোপন রাখিয়া থানার অফিসার ইনচার্জ ও ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে উক্ত ঘটনাস্থলের বিষয়টি জানাইলে তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোনাইমুড়ী থানাধীন ৮নং সোনাপুর ইউপিস্থ কোটবাড়ীয়া দিঘীর পাড় এর উত্তর পশ্চিম কোনায় কবরস্থান এর পাশে জঙ্গল ঝোপের ভিতরে যাইয়া স্থানীয় উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় ঝোপের ভিতর হইতে জনৈক মহিউদ্দিনের মাধ্যমে কবরস্থান এর পাশে জঙ্গল ঝোপের ভিতর হইতে ১(এক) টি সাদা রংয়ের বাজারের প্লাস্টিকের ব্যাগ পাটের সুতলী দ্বারা মোড়ানো অবস্থায় পাইয়া উক্ত বাজারে প্লাস্টিকের ব্যগটি জনৈক মহিউদ্দিনের মাধ্যমে উপস্থিত লোকজনের সম্মুখে মোড়ানো প্লাস্টিকের ব্যাগ খুলিয়া দেখিতে পাই যে, বাজারে প্রাস্টিকের ব্যাগের ভিতরে আর একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর হইতে ১। দেশীয় তৈরী ১(এক)টি একনলা বন্ধুক, ০২ (দুই) টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করেন। অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।