
নোয়াখালী জেলা প্রতিনিধি:
আবহমান কাল থেকে চলছে,, প্রতি বছর ধান কাটার সিজনে নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনী রেললাইন স্টেশনে শত শত লোক ধান কাটতে আসে, দিনাজপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলা থেকে, যাদের ধান জমিতে আছে তারা তাদেরকে ধান কাটার জন্য প্রতিদিন ৮ শত বা ১ হাজার টাকা মজুরি বাবদ তাদের নিয়ে যায়।