উজ্জ্বল মিয়া:
টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাসাইল হাবলা ইউনিয়নের বর্তমান মেম্বার মো,সুজন রহমান (৩৫) ও মো,তহর আলী (৩৭) নামে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
২৭ এপ্রিল রবিবার রাত্রি অনুমান ১ টা ১৫ মিনিটে করটিয়া ইউনিয়নের ক্ষুদিরাম এলাকা মো,আব্দুর রহমানের খাবারের হোটেলের সামনে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।
আটক কৃত ১/ মো,সুজন রহমান (৩৫)জয়শত গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ২/মো,তহর আলী (৩৭)পিতা,- মো,রজব আলী, সাং,পুর্ব দুবলাবাড়ি থানা রৌমারী জেলা কুড়িগ্রাম।
এস আই, রাইজ উদ্দিন জানান, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) দক্ষিণ টাঙ্গাইলের দিক নির্দেশনায় টাঙ্গাইল সদর থানা দিন করোটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন (ডিবি) দক্ষিণ। স্বাধীন সংবাদ কে জানান মাদক ব্যবসায়ী দু,জন কে নিয়মিত মাদক মামলা দিয়ে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।