তুরস্ক আকাশসীমা বন্ধ করায় আজারবাইজান সফর বাতিল নেতানিয়াহুর

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:

আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয় সফর বাতিলের কারণ হিসেবে ‘আঞ্চলিক পরিস্থিতি’ এবং ‘রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যস্ত সময়সূচিকে’ দায়ী করলেও ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা এক ভিন্ন তথ্য জানিয়েছে।

ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, সফরটি বাতিলের প্রকৃত কারণ ছিল তুরস্কের পক্ষ থেকে ইসরাইলি সরকারি বিমান উইং অফ জায়োনকে আঙ্কারার আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া। ফলে বিমানটিকে বিকল্প রুট—গ্রিস এবং বুলগেরিয়া হয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছাতে হতো, যা সময় ও নিরাপত্তার দিক থেকে সমস্যাজনক বিবেচিত হওয়ায় সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তুরস্কের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়। এর আগেও, ২০২৪ সালের নভেম্বরে, ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ আজারবাইজানে অনুষ্ঠেয় জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নিরাপত্তা কারণ দেখিয়ে সেই সফরও শেষ মুহূর্তে বাতিল করা হয়। পরে জানা যায়, ওই সফর বাতিলের আসল কারণও ছিল তুরস্কের আকাশসীমা ব্যবহার না করতে দেওয়ার সিদ্ধান্ত।

উল্লেখ্য, ইসরাইল থেকে আজারবাইজানে সরাসরি ফ্লাইট পরিচালনা জটিল, কারণ এই রুটে সাধারণত তুরস্ক, অথবা বিকল্প হিসেবে সিরিয়া, ইরাক ও ইরানের ওপর দিয়ে উড়তে হয়—যা কৌশলগতভাবে সংবেদনশীল।

তুরস্ক ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বিশেষত গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন প্রশ্নকে কেন্দ্র করে বাড়ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *