বাঁশখালীতে পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কামরুল ইসলাম, চট্টগ্রাম:


চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

৪ মে ২০২৫ তারিখ সকাল ১০টা ৪৫ মিনিটে, এসআই (নিঃ) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর থেকে জনি নাথ (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জনির পিতার নাম মৃত অনিল নাথ, মাতার নাম সিপ্তি নাথ; তার স্থায়ী ঠিকানা খলিলাবাদ কদলপুর, ০৯ নম্বর ওয়ার্ড, পোস্ট-নাতোয়ান বাগিচা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম।

অভিযানে তার কাছ থেকে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার বিষয়ে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ)/৩৮ ধারায় মামলা (নং-০৯, তারিখ-০৪/০৫/২০২৫ ইং) রুজু করা হয়েছে।

বাঁশখালী থানা পুলিশের এমন কার্যকর উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *