আব্দুর রশিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ৮ মে ২০২৫ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে খোলপেটুয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।
অভিযানে নদী থেকে অবৈধভাবে স্থাপন করা ৩টি বেহুন্দি জাল আটক করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে এসব জাল মানিকখালী ব্রিজের পাশে নদীর চরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারীসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, আগামী ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়কালে মাছের পোনা রক্ষায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তারা অবৈধ ‘নীল নেট’ ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে আসছে। মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এই ধরনের জাল নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।