আব্দুর রহিম জয়:
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অস্থায়ী কার্যালয়ে (জান-এ-সেবা হাউজিং সানমুন ক্লিনিকে) বিকেল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
আলোচনা বিষয়বস্তু ছিল “মব জাস্টিস” যার অর্থ হলো “উশৃংখল বা বিশৃংখল জনতা যখন নিজের হাতে আইন তুলে নিয়ে সহিংসতা করলে তাকে মব জাস্টিস বা উশৃংখল জনতার বিচার বলে” যেটা বাংলাদেশের সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই মব জাস্টিস কি কি কারনে সংঘটিত হচ্ছে, এর ক্ষতিকর দিকগুলো কি কি এবং এই মব জাস্টিস থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এর উপর সার্বিক আলাপ আলোচনা করা হয়। মব জাস্টিসের কারনে আজকাল জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আবু রায়হান, এ এস এম রায়হান, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মার্জান আহাদ, ইন্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, মোঃ আব্দুল মমিন মুন্না, মাহমুদুল হাসান মিঠু, প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মাহবুব জামান খান মিলন, মোঃ মুদাব্বির হোসেন সাফিন প্রমুখ।।