আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় ওসামা বিন ছবুর [২১]নামে এক বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার [১২ মে] আনুমানিক দুপুর ১১ টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আশেকের পাড়া দিগন্ত পরিষদ ও সাতকানিয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সাতকানিয়া সরকারী কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকের পাড়ার বাসিন্দা মনজুর আলম, আবদুর রশিদ, মো. এরশাদ, মো. রিফাত, রায়হান ও রাব্বি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বাকপ্রতিবন্ধী ওসামা বিন ছবুরকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়াও এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার [৬ মে ] সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকের পাড়ায় রাতে গাছ থেকে আম পাড়তে নিষেধ করায় ওসামা বিন ছবুর [২১]নামে এক বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে বস্তাবন্দী করে অপহরণের পর মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
অপহরণের পর থেকে সারারাত খোঁজাখুঁজি করে পরদিন বুধবার [৭ মে] সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুবাদে খবর পেয়ে বাকপ্রতিবন্ধী ওসামা বিন ছবুরকে উপজেলার ঢেমশা ইউনিয়নের আনু ফকিরের দোকান সংলগ্ন একটি বিল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ [চমেক] হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার [৮ মে ]সকালে অপহরণের শিকার বাকপ্রতিবন্ধী ওসামা বিন ছবুরের পিতা কাজী আবদুছ ছবুর বাদী হয়ে একজনের নাম উল্লেখ পূর্বক ৫ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।