পোস্তোগোলায় দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে চলছে অসামাজিক কার্যকলাপ

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর পোস্তোগোলা ফায়ার সার্ভিসের বিপরীতে অবস্থিত “দক্ষিণ বাংলা আবাসিক হোটেল” নামের একটি প্রতিষ্ঠানে প্রকাশ্যে চলছে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ। পোস্তোগোলা থানার একদম পাশে অবস্থিত হওয়া সত্ত্বেও নেই কোনো প্রশাসনিক ব্যবস্থা।

স্থানীয়দের অভিযোগ, এই হোটেলের ম্যানেজার ও মালিক সহজে তাদের প্রকৃত নাম প্রকাশ করেন না। বেশিরভাগ সময় ছদ্মনাম ব্যবহার করে হোটেল পরিচালনা করছেন। তবে গোপন সূত্রে জানা যায়, এই হোটেলের মালিকের নাম হচ্ছে হানিফ।

পোস্তোগোলা এলাকায় প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে। অনেকেই রাতযাপন কিংবা অস্থায়ী বিশ্রামের জন্য আবাসিক হোটেলগুলোতে অবস্থান নেন। তবে হোটেল দক্ষিণ বাংলায় অবস্থান করতে গিয়ে অনেকেই পড়েছেন বিপাকে এবং হয়েছেন ব্ল্যাকমেইলের শিকার।

এই বিষয়ে হোটেল ম্যানেজার বলেন, যা করি দেখতেই তো পারছেন। আশেপাশের সবকিছুই ম্যানেজ করেই চলতে হয়। তাছাড়া প্রশাসনের লোকজনও এখানে আসা–যাওয়া করে।

হোটেল মালিক হানিফ বলেন, আমার ঢাকা শহরে আরও অনেক ব্যবসা আছে। দেশের মানুষের সমস্যা হয় না, সমস্যা একমাত্র আপনাদের মতো সাংবাদিকদের হয়। সময় করে একদিন এসে চা খেয়ে যাবেন।

নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, রাত বেশি হওয়ায় হোটেল দক্ষিণ বাংলায় গিয়ে রুম ভাড়া নেই। কিছুক্ষণ পরেই রুমের বাইরে দরজায় কিছু মহিলা এসে নক করে। অবস্থা বেগতিক দেখে আমি রাত না কাটিয়ে চলে আসি।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হোটেল দক্ষিণ বাংলা নামের এই আবাসিক হোটেলটি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *