কামরুল ইসলাম:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার সকালে তার প্রিয় জন্মভূমি চট্টগ্রামে পৌঁছেছেন। সকাল সাড়ে ৯টায় তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে করে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম বন্দরে মতবিনিময় সভা
প্রধান উপদেষ্টার সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমেই চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্যিক সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম বন্দরের বর্তমান কার্যক্রম, সক্ষমতা, ভবিষ্যৎ পরিকল্পনা, বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ অন্যান্য চলমান ও প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর ওপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা উপভোগ করেন তিনি।
কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন
চট্টগ্রাম বন্দরের সভা শেষে ড. ইউনূস সরাসরি চট্টগ্রাম সার্কিট হাউসে যান। সেখানে তিনি কর্ণফুলী নদীর উপর নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। একইসাথে তিনি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের প্রকল্প এবং অক্সিজেন-হাটহাজারী সড়কের বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে জমির দলিল হস্তান্তর
সার্কিট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য নির্ধারিত ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত
বিকেলে ড. ইউনূস চট্টগ্রাম সার্কিট হাউস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।
এই সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২২ জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট (Doctor of Letters) ডিগ্রি প্রদান করে।
ড. ইউনূসের এ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। তার আগমনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বন্দর কর্তৃপক্ষ, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতি।