স্বাধীন সংবাদ ডেস্ক:
মাগুরায় চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অপর তিন আসামিকে খালাস দিয়েছেন বিচারক। মাত্র ২১ দিনের মধ্যে অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ মামলাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
তবে রায়ের পর আছিয়ার পরিবার অসন্তোষ প্রকাশ করেছে। তারা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। আছিয়ার স্বজনদের অভিযোগ, প্রকৃত সব অপরাধীকে দণ্ড দেওয়া হয়নি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, “রায় প্রকাশের পর আছিয়ার পরিবার অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি ভেবে দেখার মত। ন্যায়বিচার নিশ্চিত হোক।”
তিনি আরও বলেন, “খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত শাস্তি কার্যকর হলে তা হবে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।” পাশাপাশি তিনি বরগুনায় শিশু কন্যার ধর্ষণ এবং তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও দ্রুত সম্পন্নের দাবি জানান।
এ মামলার দ্রুত নিষ্পত্তিকে অনেকে বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, রায় কার্যকর করার আগে সবদিক থেকে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।