স্বাধীন সংবাদ ডেস্ক:
রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৭ মে) আদালত তার জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জামিনের বিরোধিতা করেন এবং আসামি মমতাজ বেগমকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন।
এর আগে ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ মে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে, আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে গুলি বর্ষণ করেন। এতে সাগরের শরীরে গুলি লাগে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। সাগরের মা বিউটি আক্তার ওই রাতেই তার সন্তানকে খুঁজে পান এবং পরে দাফন করেন।
এ ঘটনায় বিউটি আক্তার ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ৪৯ নং এজাহারনামীয় আসামি।