রাজধানীর শাহ আলী থানাধীন ‘লন্ডন প্যালেস আবাসিক হোটেলে চলছে নারী ও মাদক বাণিজ্য

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন এলাকায় ‘লন্ডন প্যালেস আবাসিক হোটেল’ নামধারী একটি হোটেলে দিনের পর দিন প্রকাশ্যে চলছে মাদক ও নারী বাণিজ্য। হোটেলটির আড়ালে মূলত ইয়াবাসহ বিভিন্ন মাদকের নিরাপদ আস্তানা গড়ে তুলেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফ, যিনি দীর্ঘ ১৭ বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘লন্ডন প্যালেস আবাসিক হোটেল’টি এখন মাদক সেবন ও সরবরাহকারীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, নারী বাণিজ্যেরও নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে এই হোটেল। এমনকি বিভিন্ন সময়ে গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট থানার পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

মারুফ নিজেকে প্রভাবশালী দাবি করে বলেন, “আমার ব্যবসা অনেক পুরনো। কারো কোনো অভিযোগ থাকলে প্রশাসনের কাছে যান, আমি কিছু বলবো না। আমাদের হোটেলে অনেকেই আসে, সবার সাথেই আমার ভালো সম্পর্ক রয়েছে।”

স্থানীয়রা বলছেন, দিনের বেলাতেই এখানে মাদকের জমজমাট আসর বসে। বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করলেও শাহ আলী থানা পুলিশের নিরব ভূমিকা তাদের হতাশ করেছে। থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা বলছেন, প্রকাশ্যে এমন অপরাধকর্ম কিভাবে দিনের পর দিন চলতে পারে?

এ বিষয়ে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সচেতন মহলের দাবি, অবিলম্বে ‘লন্ডন প্যালেস আবাসিক হোটেল’-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *