তৃতীয়বারের মতো সেরা ওসি’র স্বীকৃতি পেলেন ওসি আফতাব উদ্দিন

কামরুল ইসলাম:


চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মাসিক মূল্যায়ন সভায় আবারও ‘সেরা ওসি’র স্বীকৃতি পেয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন। এটি তাঁর তৃতীয়বারের মতো এই সম্মান অর্জন, যা তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সফলতার এক উজ্জ্বল প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

২০ মে, সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম শহরের ১৭টি থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা দেওয়া হয়। আফতাব উদ্দিনের এই অর্জন শুধুমাত্র একটি পদক নয়; এটি মাঠ পর্যায়ে অপরাধ নির্মূলে একজন কর্মকর্তার নেতৃত্ব, নিষ্ঠা ও জনসেবার প্রতিফলন।

ওসি আফতাব উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে চান্দগাঁও থানায় একের পর এক দৃশ্যমান পরিবর্তন এসেছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন থেকে শুরু করে ছিনতাই, চুরি ও জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল দৃঢ় ও আইনানুগ। নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম ঠেকানো ও পলাতক আসামিদের গ্রেপ্তার করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছেন তিনি।

অপরাধ দমনের পাশাপাশি মানবিক মূল্যবোধ বজায় রেখে থানার কার্যক্রম পরিচালনা করাই তাঁর বড় সফলতা। থানায় আগত সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বসহকারে গ্রহণ, হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ এবং থানার দরজা সবসময় জনগণের জন্য খোলা রাখা—এই নীতিগুলোর কারণেই তিনি স্থানীয়দের আস্থাভাজন হয়েছেন।

চান্দগাঁওয়ের মতো জটিল ভৌগোলিক এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, বস্তি, শিল্পাঞ্চল ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব ছিল দক্ষ ও দূরদর্শিতায় ভরপুর। থানার প্রতিটি কর্মকর্তাকে তিনি দলবদ্ধভাবে কাজ করতে উৎসাহিত করেছেন।

শুধু আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণই নয়—ওসি আফতাব উদ্দিন সমাজ সচেতনতামূলক নানা উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখেছেন। স্কুল-কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন, যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে বিশেষ কর্মসূচি, মহল্লায় বিট পুলিশিং কার্যক্রম চালিয়ে চান্দগাঁওকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় রূপ দিয়েছেন।

সিএমপি কমিশনার হাসিব আজিজের নির্দেশনা অনুসরণ এবং তাঁর প্রজ্ঞাবান নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করাই ওসি আফতাব উদ্দিনের পেশাদারিত্বের অন্যতম দিক। তবে তিনি এই কৃতিত্ব এককভাবে গ্রহণ করেন না; বরং থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাকে এই সাফল্যের পেছনে বড় কারণ হিসেবে মনে করেন।

চান্দগাঁওবাসী আজ গর্বিত—তাদের থানার ওসি শুধুই একজন পুলিশ কর্মকর্তা নন, বরং একজন রোল মডেল, যিনি পেশাদারিত্ব, জনসেবা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিশেলে আইনশৃঙ্খলা রক্ষায় অনুপ্রেরণার এক নতুন অধ্যায় রচনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *