স্বাধীন স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর শেষ ধাপে এক দলে জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের স্কোয়াডে রিশাদের ফেরার খবর নিশ্চিত করেছে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ।
জাতীয় দলের দায়িত্ব শেষ করে সরাসরি সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে গেছেন রিশাদ। আজ রাত ৯টায় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স, সেই গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডেই থাকছেন এই লেগ স্পিনার।
ফেসবুক পোস্টে লাহোর কালান্দার্স লিখেছে, “দেখো, কে ফিরেছে! করাচির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াডে ফিরেছে রিশাদ হোসেন।” পরে রিশাদও নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।
চলতি পিএসএলে বাংলাদেশ থেকে পাঁচজন ক্রিকেটার অংশ নিয়েছেন। তবে লিটন দাস চোটের কারণে শুরুতেই দেশে ফিরে যান। নাহিদ রানা ছিলেন পাকিস্তান সফরে, তবে মাঠে নামা হয়নি। রিশাদ শুরুতে নজর কেড়েছিলেন পারফরম্যান্স দিয়ে। ভারত-পাকিস্তান উত্তেজনায় পিএসএল সাময়িকভাবে বন্ধ হলে রিশাদ দেশে ফিরে যান। এরপর আবার যোগ দিয়েছেন লাহোর শিবিরে।
এরই মধ্যে মেহেদী হাসান মিরাজও দুই দিন আগে লাহোর দলে যোগ দিয়েছেন। আর সাকিব আল হাসান খেলেছেন এক ম্যাচ।
আজকের এলিমিনেটর ম্যাচে জয়ী দলকে আগামীকাল মুখোমুখি হতে হবে কোয়ালিফায়ারে পরাজিত ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে। সেই ম্যাচের জয়ী উঠবে ২৫ মে’র ফাইনালে, যেখানে অপেক্ষায় কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন বাংলাদেশির একসঙ্গে মাঠে দেখা পাওয়া, লাহোর সমর্থকদের জন্য হতে পারে বাড়তি স্বস্তির বার্তা।