প্রধান উপদেষ্টা ইউনূস পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা অংশ নেন। বৈঠকটি ছিল শুধুমাত্র উপদেষ্টাদের মধ্যে সীমাবদ্ধ— অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন এমন কিছু বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা বড় দায়িত্ব। আমরা তা ছেড়ে যেতে পারি না। যদিও দায়িত্ব পালনে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তবে আমরা সেগুলো চিহ্নিত করেছি এবং সমাধান করেই আমাদের কাজ চালিয়ে যাব।”

বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “কে কোথায় কী বলবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।”

অন্যদিকে উপদেষ্টা আলী ইমান মজুমদার বলেন, “আমি কিছু বলতে পারছি না।” বৈঠক সম্পর্কিত প্রশ্নে উপদেষ্টা তৌহিদ হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ইউনূস এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা উপদেষ্টাদের জানিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা ও নানা পক্ষের প্রতিবন্ধকতার কারণে কার্যকরভাবে কাজ করতে না পারায় হতাশা প্রকাশ করেছিলেন।

বিষয়টি প্রথমে প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে, যিনি ওইদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এরপর থেকেই বিভিন্ন পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *