কামরুল ইসলাম:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সিএমপি’র চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিনের দিকনির্দেশনায় শুক্রবার (২৪ মে) রাত ১টা ৩০ মিনিটে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জিকু (৩০)। তিনি দক্ষিণ মোহরা ওসমানিয়া পুলের গোড়ার নাজির আহম্মদ কেরানীর বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত জাকির হোসেন ও মাতার নাম জোসনা আক্তার।
অভিযান পরিচালনা করেন চান্দগাঁও থানার এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে সাজ্জাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-২৪, তারিখ-২৪/০৫/২০২৫) রুজু করা হয়েছে।