পটিয়ায় সন্ত্রাসী হামিদ অস্ত্রসহ আটক: পুলিশ সুপারের তত্ত্বাবধানে সফল অভিযান

কামরুল ইসলাম:


চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. আব্দুল হামিদ (৩৭)। তার হেফাজত থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

২৮ মে ২০২৫ ইং তারিখ, মঙ্গলবার ভোররাত আনুমানিক ২টা ৫০ মিনিটে পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা (মাইজপাড়া) এলাকায় জনৈক আঃ করিমের মালিকানাধীন টিনসেড ঘরে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম বার।

গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়—

  • একটি দেশীয় তৈরি এলজি,

  • তিনটি কার্তুজ,

  • একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল,

  • তিনটি রামদা এবং

  • একটি ধারালো টিপ ছোরা।

আসামির বিরুদ্ধে পটিয়া থানায় arms act অনুযায়ী মামলা (নম্বর-৩২, তারিখ-২৮/০৫/২০২৫, ধারা- Arms Act 1878, Section 19A) দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে পটিয়াসহ বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, “পুলিশের অভিযানে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করাই আমাদের অগ্রাধিকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *