স্বাধীন সংবাদ ডেস্ক:
শেখ হাসিনার সরকারের পতনে অগ্রণী ভূমিকা রাখা তরুণদের সমন্বয়ে গঠিত নবদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে নিয়ে সম্প্রতি একটি রাজনৈতিক দলের প্রধান অনলাইন টকশোতে অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বিএনপির সঙ্গে পর্দার আড়ালে সিট ভাগাভাগি করেছে এনসিপি এবং দল গোছাতে তারা নির্বাচন পেছানোর পক্ষপাতী।
শনিবার (৩১ মে) এসব অভিযোগের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে স্পষ্ট জানান, এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির সিট নেগোসিয়েশন হয়নি এবং ভবিষ্যতেও কোনো ধরনের গোপন সমঝোতায় আমরা নেই। আমাদের কাজ পুরোপুরি প্রকাশ্য ও জনগণের স্বার্থনির্ভর।”
নির্বাচন পেছানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি আত্মপ্রকাশের পর থেকেই বিচার, প্রশাসনিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে। দলটি বিশ্বাস করে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও প্রশাসনিক সংস্কার অপরিহার্য। তাই নির্বাচন সময়মতোই হওয়া উচিত, তবে তা হতে হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।
হাসনাত আরও বলেন, “যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন আর কখনো দেশের ভবিষ্যৎ নির্ধারণ না করে। বরং মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব।” তিনি আগামী ডিসেম্বর থেকে জুন সময়কালের মধ্যে জুলাই চার্টার বাস্তবায়ন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র জারির দাবি জানান।
সংস্কার, বিচার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তি না ছড়িয়ে বরং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা।