অটোরিকশাচালকরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন

স্টাফ রিপোর্টার:

রাজধানীতে অটোরিকশা চালানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও ঢাকার বিভিন্ন জায়গায় অবরোধ করছেন অটোরিকশাচালকরা। সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টা থেকে রামপুরা এলাকা অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার (১৯ মে) রাজধানীর বিভিন্ন জায়গায় অটোরিকশা চালানোর দাবিতে দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় অটোরিকশাচালকদের। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি নিজেকে পথচারী বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *