যুব সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে চতুর্মুখী অভিযান জরুরি: ডিবি রাসেল

কামরুল ইসলাম, চট্টগ্রাম:


চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেল বলেছেন, “যুব সমাজকে যদি মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চাই, তবে আমাদের চতুর্মুখী ও ধারাবাহিক অভিযান চালিয়ে যেতে হবে।”

তিনি এই মন্তব্য করেন সম্প্রতি চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সফল অভিযানের পর। এ অভিযানে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটএকটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিস্তারিত অনুযায়ী,
৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৭টা ৩০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল মীরসরাই থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান নেয়।

অভিযানকালে একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। স্থানীয় জনতার উপস্থিতিতে চালকের আসনের নিচে রাখা একটি বিশেষ বক্স থেকে দশ হাজার পিস অ্যামফেটামিনযুক্ত কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

  • মো. রেজাউল করিম, পিতা: জাহাঙ্গীর আলম, সাং: সিরাজছড়া, উখিয়া, কক্সবাজার

  • মো. মুন্না ভাইস, পিতা: বদি আলম, সাং: ধাইপালং, ৫নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, উখিয়া, কক্সবাজার

অভিযানে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে মীরসরাই থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, “মাদক নির্মূল শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত সামাজিক দায়িত্বও। আমরা চাই আগামী প্রজন্ম একটি মাদকমুক্ত পরিবেশে গড়ে উঠুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *