টিউলিপের চিঠি লিগ্যাল প্রক্রিয়ায় সমাধান হবে: প্রেস সচিব

স্বাধীন সংবাদ ডেস্ক:


ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে, তা পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, “টিউলিপের চিঠি পেয়েছি। এটি একটি লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে সমাধান করা হবে।”

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী ১৩ জুন সকাল অনুষ্ঠিত হবে। বৈঠকের কোনো নির্দিষ্ট ফরমেট নেই, তবে এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার এবং জুলাই চার্টারসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে শফিকুল আলমের সঙ্গে ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *