তারেক-ইউনূস সাক্ষাৎ ঐতিহাসিক হবে, রাজনীতিতে আসবে সুবাতাস: রিজভী

স্বাধীন সংবাদ ডেস্ক:


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আছে। লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমান ও অধ্যাপক ইউনূসের মধ্যে আসন্ন বৈঠক দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

তিনি বলেন, “বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে।”

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রিজভী।

তিনি আরও বলেন, “ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। আলোচনার মধ্য দিয়েই নির্বাচনসহ সব সমস্যার সমাধান সম্ভব।”

এ সময় প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, “প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ংকর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুশইন হচ্ছে। সীমান্ত এলাকায় পুশইনের হিড়িক লেগেছে। বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান?”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের লোককে বিদেশী বানিয়ে ভারত বাংলাদেশে পুশইন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ। ভারতকে মনে রাখতে হবে, অত্যাচার-নিপীড়ন করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি।”

এদিকে, সম্প্রতি করোনার প্রকোপ ও ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ভারতে ইতোমধ্যে ৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং বাংলাদেশেও সংক্রমণের খবর এসেছে। এক জন ইতোমধ্যে মারা গেছেন।

এই পরিস্থিতিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, “সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয়।” পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতিও মারাত্মক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় ৫৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজভী। বলেন, “বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেড়েছে। ফ্যাসিবাদমুক্ত নির্ভয়ে ঈদ উদযাপনই ছিল সবার প্রত্যাশা, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তা সম্ভব হয়নি।”

তিনি মনে করেন, প্রশাসন আরও তৎপর হলে এই পরিস্থিতি এড়ানো যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *