স্বাধীন সংবাদ ডেস্ক:
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন কষ্টের মুখে পড়েছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বর্তমানে দেশের ৪৯টি জেলায় বিরাজ করছে এবং আবহাওয়া অধিদপ্তর জানায়, চলমান এই গরম আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। একই সঙ্গে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাব থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
বর্তমানে নীলফামারী জেলায় মাঝারি তাপপ্রবাহ প্রবল রয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু অংশে মৃদু তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই তাপপ্রবাহ কিছু জায়গায় কমে যেতে পারে।
আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপপ্রবাহের কারণে মেহেরপুরে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। টানা কয়েকদিন গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কারণে মানুষ নানা ধরনের দুর্ভোগে ভুগছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এই গরমে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন। হাসপাতালে ডায়রিয়া, হিটস্ট্রোক ও পানিশূন্যতা নিয়ে রোগীর সংখ্যা বেড়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. শাহরিয়ার শায়লা জাহান জানান, গরমের কারণে রোগীর চাপ বেড়েছে এবং বিশেষত শিশুদের বেশি সমস্যা দেখা দিচ্ছে। তিনি সবাইকে প্রচুর পানি পান, হালকা ও ঢিলেঢালা সুতির কাপড় পরার পরামর্শ দেন। এছাড়া দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে বাইরে না যাওয়ার আহ্বান জানান। বেশি ঘাম হলে ওরাল স্যালাইন গ্রহণ ও ঘর ঠান্ডা রাখতে জানালা দরজা বন্ধ রাখতে পরামর্শ দেন।
সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সবাইকে গরম থেকে রক্ষা পেতে বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে।