রূপগঞ্জে সিসিএস নারায়ণগঞ্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুজ্জামান সাউদ:

ভোক্তাদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সিসিএস – কনশাস কনজিউমারস সোসাইটি’ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় রূপগঞ্জ সরকারি মুরাপাড়া কলেজ প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, রুবেল হক, ওমর ফারুক শাহাজাদা, আবু তালহা সরকার, প্রভাষক এসএম শরীফ খন্দকার নিখর এবং সাংবাদিকবৃন্দ—সুমন মজুমদার, মো. সোহেল কিরন, পারভেজ খান, ইসরাত জাহান সম্পা ও তিশা চৌধুরী।

সভাপতিত্ব করেন মো. সজিব মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মাসুম মিয়া, মো. আবু বকর ছিদ্দিক, আবির হোসেন সৈকত, শুভ চাকমা, মো. বিল্লাল হোসেন, অলক মল্লিক, অর্প সাহা, আকিব হাসান, জুনায়েদ আহমেদ, কাজী আমির হামজা, শাহাদাৎ, জিজান মোল্লাসহ অন্যান্য সিসিএস সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম মনি বলেন, “ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। ভোক্তা যদি ক্ষতিগ্রস্ত হন, তবে ১৬১২১ নম্বরে হটলাইনে অভিযোগ জানান এবং তথ্য-প্রমাণসহ ৩০ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করতে হবে।”

তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে আহ্বান জানান এবং জাতিসংঘ স্বীকৃত ৮টি ভোক্তা অধিকারের বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে সিসিএস-এর কেন্দ্রীয় স্লোগান উচ্চারণের মাধ্যমে পরিচিতি ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সিসিএস কেন্দ্রীয় স্লোগান:

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম।
ভোক্তা বাঁচলে—বাঁচবে দেশ,
সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *